ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে একটা যাত্রীবাহী ট্রেনের কোচ মালবাহী ট্রেনকে জোরে ধাক্কা মারে। এই ভয়ংকর দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন, আর বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় হাওড়া রুটের লালখাদানের কাছে এই ঘটনা ঘটে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংঘর্ষের পর তোলা একটা ভিডিওতে দেখা যায়, যাত্রী ট্রেনের একটা বগি মালগাড়ির ওপরে উঠে চেপে বসেছে, আর ধাক্কায় তার সামনের অংশটা পুরো ভেঙে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় একজন বলেন, একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই রায়গড়ের দিক থেকে আসা আরেকটা ট্রেন পেছন থেকে জোরে ধাক্কা মারে।
রেলওয়ে কর্মকর্তাদের হয়ে এএনআই জানিয়েছে, বিলাসপুর স্টেশনের কাছে বিকেল ৪টার দিকে মেমু (মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেনের কোচটা মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। রেলওয়ে ছড়ানো জিনিসপত্র সরাচ্ছে এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করছে।

 

news