পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘটলো এক মর্মান্তিক বিস্ফোরণ। ডেরা ইসমাইল খান জেলার কুলাচি হাতালা এলাকায় একটি সাঁজোয়া পুলিশ গাড়ির কাছে এই বিস্ফোরণ ঘটে। এই হামলায় অন্তত দুই পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
এক কথায় বলতে গেলে, এলাকাটি এখন উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। স্থানীয় পুলিশের ডিএসপি জানিয়েছেন, বিস্ফোরণের পরই পুরো এলাকাজুড়ে বড় আকারের তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতেই এই অভিযান।
মজার ব্যাপার হলো, এই বিস্ফোরণের খবর আসার ঠিক আগেই পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর জানায়, কুর্রাম জেলায় নিরাপত্তা বাহিনী দুটি আলাদা অভিযান চালিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা প্রথম লক্ষ্যভিত্তিক অভিযানে খারিজি গোষ্ঠীর ১২ সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
আর দ্বিতীয় অভিযানে? সেখানে আরও ১১ সন্ত্রাসীকে নিহত করা হয়েছে। দেখতে গেলে, পাকিস্তানের এই সীমান্তবর্তী এলাকাগুলোয় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবিরোধী অভিযান তীব্র হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের এই সংঘর্ষ চলতেই থাকবে বলে ধারণা বিশ্লেষকদের।
