মার্কিন যুক্তরাষ্ট্রসৌদি আরবের মধ্যকার এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে সম্ভাব্য চুক্তির পরও ইসরাইলের সামরিক দাপট কমবে নাএমনটাই দাবি করেছে দখলদার ইসরাইল। দেশটির সরকারি এক মুখপাত্র বৃহস্পতিবার জানান, সৌদির কাছে এফ-৩৫ বিক্রির পরিকল্পনা থাকলেও ইসরাইল এখনো আরও উন্নত মার্কিন অস্ত্র পাওয়ার বিষয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।

অনলাইন এনডিটিভির খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্যে বর্তমানে একমাত্র ইসরাইলই এফ-৩৫ পরিচালনা করে। বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত এফ-৩৫এবং মার্কিন আইনে স্পষ্টভাবে বলা আছে, মধ্যপ্রাচ্যে ইসরাইলের গুণগত সামরিক প্রাধান্য অবশ্যই বজায় রাখতে হবে।

ইসরাইল সরকারের মুখপাত্র শোশ বেদরোশিয়ান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের দীর্ঘদিনের বোঝাপড়া রয়েছে। ইসরাইল তার প্রতিরক্ষায় সবসময়ই গুণগত প্রাধান্য ধরে রাখবে। তিনি আরও যোগ করেন, গতকাল যেমন সত্য ছিল, আজও ঠিক তেমনইএবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বিশ্বাস করেন ভবিষ্যতেও এটি অটুট থাকবে।

সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির কাছে এফ-৩৫ বিক্রির পরিকল্পনার ঘোষণা দেন। এর পর ইসরাইল সরকারের এটিই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

যদিও সৌদি আরব এখনো ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তবুও ওয়াশিংটন সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, রিয়াদ ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়তে চায়। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেনফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো একটি পরিষ্কার দ্বিরাষ্ট্র সমাধানের পথ দেখতে হবে।

অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতায় বরাবরই কঠোর।

মার্কিন কর্মকর্তারা আরও জানান, সৌদির জন্য প্রস্তাবিত এফ-৩৫ যুদ্ধবিমানগুলোতে ইসরাইলি সংস্করণের মতো উন্নত অস্ত্রব্যবস্থা বা শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি থাকবে না।

news