মার্কিন চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করেছে ভারত। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা কমাবে না—দীর্ঘদিন ধরে এমন অবস্থান নিয়েছিল নয়াদিল্লি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র ভারতের ওপর কঠোর শুল্কারোপ করে। শুরুতে ভারত এসব শুল্ককে তেমন গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃঢ়তা ভেঙে পড়ে।
এই অবস্থায় ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ও বিলিয়নিয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শেষ পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে। রোসনেফট এবং লুকোইলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরই রিলায়েন্সের এই সিদ্ধান্ত আলোচনায় আসে।
এক বিবৃতিতে রিলায়েন্স জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন আমদানি বিধিনিষেধের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রাখতে তারা নির্ধারিত সময়ের আগেই রুশ তেল আমদানি বন্ধ করে দিয়েছে। মার্কিন প্রশাসন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের আগে ২০২২ সালে রাশিয়া থেকে ভারতের মোট তেল আমদানি ছিল মাত্র ২.৫ শতাংশ। কিন্তু ২০২৪–২৫ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৫.৮ শতাংশে। এর মধ্যে রিলায়েন্স একাই আমদানি করত প্রায় ৫০ শতাংশ রুশ তেল। ফলে রুশ তেল কেনা নিয়ে ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক বহুদিন ধরে তিক্ত ছিল।
গত আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। এর মধ্যে ২৫ শতাংশ ছিল রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণ দেখানো হয়। ট্রাম্পের অভিযোগ ছিল, এই কেনাকাটা ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থায়ন করছে। যদিও ভারত শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিল।
