ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ৩১৮ জনকে হত্যা করেছে ইসরায়েল। গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইসরায়েল বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার সাধারণ মানুষ এবং সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে।
আলজাজিরা জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে আরও সাতটি মরদেহ আনা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই সময় আরও ৩০ জন আহত হয়েছেন। এর ফলে যুদ্ধবিরতি শুরুর পর মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে। তবে আহত ও নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
গতকাল রাফা এলাকায়, যেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, প্রায় ২০০ হামাস যোদ্ধা সুড়ঙ্গে আটকা পড়েন। কিছু যোদ্ধা সুড়ঙ্গ থেকে বের হয়ে আসে—এরইমধ্যে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নাহাল ব্রিগেড দাবি করেছে, এই যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে সেনাদের দিকে এগোচ্ছিল। তারা বলেছে, এভাবে এগোলে ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকি তৈরি হত, তাই বিমান হামলা চালানো হয়।
যুদ্ধবিরতির পরও রাফার পুরো অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এই কারণে হামাসের যোদ্ধারা সেখানে আটকা পড়েছেন। তাদের জীবিত উদ্ধার করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর বিষয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের মধ্যে আলোচনা চলছিল। এর মধ্যেই পাঁচজনকে হত্যা করা হয়।
 

news