পাকিস্তানের নিরাপত্তা বাহিনী যেন আগুন হয়ে উঠেছে! কুররম জেলায় মাত্র একদিনে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ২৩ জন কুখ্যাত সন্ত্রাসীকে ঠান্ডা করে দিয়েছে। এদের সবাইকে ‘খারিজি’ বলা হচ্ছে আর পাকিস্তানের দাবি – এরা সবাই ভারতের পয়সায় আর নির্দেশে চলতো!
বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এই খবর জানিয়েছে। বলা হয়েছে, এই অপারেশন চলছে দেশের মেগা সন্ত্রাসবিরোধী প্রোগ্রাম ‘আযম-ই-ইস্তেহকাম’-এর আওতায়।
প্রথম অভিযানে কুররমের একটা খারিজি গ্রুপের ওপর ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তা বাহিনী। তুমুল গোলাগুলির পর ১২ জন সন্ত্রাসী শেষ। এরপর নতুন গোয়েন্দা খবর পেয়ে একই এলাকায় আরেকটা গ্রুপের ওপর হামলা – সেখানে আরও ১১ জন খতম। মোট ২৩!
আইএসপিআর সাফ বলেছে, “এই দুটো গ্রুপই ভারতের টাকা আর সাপোর্ট নিয়ে পাকিস্তানে হামলা চালাতো।”
কুররমে এখনো সাঁড়াশি তল্লাশি চলছে। যত খারিজি বেঁচে আছে, একটাকেও ছাড়ছে না পাক বাহিনী। আইএসপিআরের হুঁশিয়ারি – “বিদেশি টাকায় যারাই সন্ত্রাস করবে, তাদের মূলোৎপাটন করা হবে। এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।”
‘আযম-ই-ইস্তেহকাম’ এখন পুরোদমে চলছে। ফেডারেল অ্যাপেক্স কমিটি আর ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের অধীনে পাকিস্তান এবার সন্ত্রাসের শেষ শিকড়টাও উপড়ে ফেলতে চায়। গোয়েন্দা-ভিত্তিক অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছে আইএসপিআর।
