উত্তরপ্রদেশের শামলি সরকারি হাসপাতালে যা ঘটেছে, তা দেখে চোখ কপালে উঠবে যে কারও! ডিউটির মাঝে নিজের রুমে বাগ্দত্তাকে নিয়ে এসে জামা খুলে ঝড় তুলে নাচলেন এক তরুণ ডাক্তার। হিন্দি গানের তালে মাটিতে শুয়ে পোজ, জামা খুলে স্যান্ডো গেঞ্জিতে হট ডান্স – পুরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গেছে!
ডাক্তারের নাম আফকার সিদ্দিকি। সম্প্রতি বাগ্দান হয়েছে, সেই খুশিতে ডিউটি রুমেই পার্টি বসিয়ে দিলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, বাগ্দত্তার সঙ্গে মিলে দুজনে দারুণ মজায় মেতে উঠেছেন। কখনও মাটিতে শুয়ে ঢেউ খেলাচ্ছেন, কখনও জামা খুলে পুরো আগুন লাগিয়ে দিচ্ছেন!
ভিডিও ভাইরাল হতেই হাসপাতালের বড়কর্তারা চোখ কপালে তুলে ফেলেন। তৎক্ষণাৎ আফকারকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে – ডিউটির সময় এমন কাণ্ড কেন করলেন?
নেটদুনিয়া দু’ভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে, “এটা একদম দায়িত্বজ্ঞানহীন কাণ্ড! রোগীরা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ডাক্তার পার্টি করছে?” আরেক দল পক্ষ নিয়ে বলছে, “ডাক্তাররাও তো মানুষ! সারাদিন প্রচণ্ড চাপে থাকে, একটু মজা করলে দোষ কী? তাছাড়া ডিউটি রুমে করেছে, রোগীদের সামনে তো না!”
কেউ কেউ লিখছে, “ভালোবাসা আর আনন্দে কোনো দোষ নেই। ডাক্তারও মানুষ, রোবট না।”
হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করছে। রিপোর্ট এলে আফকারের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। এখন দেখার – এই ভাইরাল ডান্সের জেরে চাকরি যাবে, নাকি শুধু শাস্তি দিয়ে ছেড়ে দেবে?
