ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক আগ্রাসন ন্যায্যতা দিতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর মিথ্যার আশ্রয় নিয়ে ভেনেজুয়েলার ওপর হামলার পরিবেশ তৈরি করছে।
রদ্রিগেজ অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত ও মিথ্যাবাদী মার্কিন কর্মকর্তা মার্কো রুবিওর নেতৃত্বে ওয়াশিংটন ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অজুহাতে সামরিক আগ্রাসন স্বাভাবিক ও বৈধ করে তোলার চেষ্টা করছে—এমনকি মিডিয়াকেও ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচার ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এক্সক্যালিবার নির্দেশিত আর্টিলারি গোলাবারুদ বিক্রির জন্য ৯,৩০০ কোটি ডলারের একটি বিশাল চুক্তি অনুমোদন করেছে।
গ্রীষ্মে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হওয়ার পর এই চুক্তি ভারতের জন্য মার্কিন বৈদেশিক সামরিক বিক্রয় কর্মসূচির অধীনে প্রথম বড় কেনাকাটা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় অসন্তুষ্ট হয়ে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে বাড়িয়ে দেন।
