নেপালকে একদমই পাত্তা না দিয়ে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ইরান। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার, ২২ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশটি দাপুটে পারফরম্যান্সে নেপালকে হারিয়েছে ৩৯-১১ পয়েন্টে।

প্রথমার্ধেই ম্যাচ নিজেদের করে নেয় ইরান। বিরতিতে তারা এগিয়ে ছিল ২৪-৩ ব্যবধানে। টানা তিন ম্যাচে জয় পাওয়ার পর আগের ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরে কিছুটা ধাক্কা খেলেও নেপাল ম্যাচে আবার দুরন্তভাবে ঘুরে দাঁড়াল দলটি।

ম্যাচের ছয় মিনিটেই নেপালকে অল আউট করে ইরান এগিয়ে যায় ১০-১ পয়েন্টে। দ্বাদশ মিনিটে আবারও অল আউট করে ২০১২ বিশ্বকাপের রানার্সআপরা। তখন ব্যবধান দাঁড়ায় ২৪-৩। প্রথমার্ধ শেষেই ২১ পয়েন্টের বিশাল লিড নিয়ে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ইরান।

দ্বিতীয়ার্ধ ছিল আরও সহজ। জয়ের পথ প্রায় নিশ্চিত জেনে ইরান খুব একটা আক্রমণাত্মক হয়নি। তবুও এ অর্ধে তারা তুলে ১৫ পয়েন্ট। অন্যদিকে নেপাল সংগ্রহ করে মাত্র ৮ পয়েন্ট।
শেষ পর্যন্ত ৩৯-১১ পয়েন্টের বিশাল জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ইরান নারী কাবাডি দল।

news