পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন—আলিমা খান, উজমা খান ও নুরিন খান নিয়াজিসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করার পর এই মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, বর্তমানে এই কারাগারেই বন্দি আছেন ইমরান খান।

এদিকে, পিটিআইয়ের অন্তত ১৪ জন কর্মীকে গ্রেফতার করে সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) হাজির করা হয়েছে। আদালত তাদের তিন দিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করে আবারও পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।

এর আগে ইমরান খানের বোনেরা ও দলীয় সমর্থকেরা ‘ফ্যাক্টরি নাকা’ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি ছিল, আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে। কিন্তু পুলিশ জলকামান ও লাঠিচার্জ চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে। জানা গেছে, এই অভিযান শুরু হয় রাত ২টার দিকে।

এফআইআরের তথ্য অনুযায়ী, ৩৫ জনের নাম উল্লেখসহ মোট ৪০০ জনকে অভিযুক্ত করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইন ১৯৯৭ (এটিএ) এবং পাকিস্তান দণ্ডবিধির বিভিন্ন ধারায়। অভিযোগের মধ্যে রয়েছে পেট্রোল বোমা ব্যবহার এবং সিআরপিসি ১৪৪ ধারা ভঙ্গ, যা জনসমাবেশ নিষিদ্ধ করে।

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। পিটিআই নিয়মিতভাবে তার ও তার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। গত ১ ডিসেম্বর, ইমরানের ছেলে কাসিম খান দাবি করেন, কর্তৃপক্ষ তার বাবার শারীরিক অবস্থার বিষয়ে ‘অপরিবর্তনীয় কিছু’ গোপন করছে।

 

news