ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ধরার মার্কিন অভিযানের ধুলো যেতে না যেতেই এবার ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলায় যেভাবে মার্কিন বাহিনী সহজে ঢুকে পড়েছিল, ইরানের বেলায় ব্যাপারটা একেবারেই আলাদা। কারণ, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী ও আধুনিক, যা গড়ে উঠেছে মূলত চীন ও রাশিয়ার উন্নত প্রযুক্তির ওপর ভিত্তি করে।

তেহরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে ট্রাম্পের হুমকির পর থেকেই ইরান নিজেদের আকাশসীমা সুরক্ষায় জোরদার প্রস্তুতি নিয়েছে। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ছিল মূলত রাশিয়ার তৈরি এস-৩০০ এবং বুক-এমটুএস সিস্টেমের ওপর ভরসা, যা গত মাসের মার্কিন হামলায় সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার রাডারগুলো পরস্পরের সাথে ভালোভাবে নেটওয়ার্ক করা ছিল না এবং দুর্নীতির কারণে এর রক্ষণাবেক্ষণও ঠিকমতো হয়নি। ফলে মার্কিন ইএ-১৮জি 'গ্রোলার' বিমানের ইলেকট্রনিক আক্রমণে সেগুলো অচল হয়ে পড়ে।

কিন্তু ইরানের গল্পটা অন্য। গত এক বছরে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। বর্তমানে তেহরান চীনের অত্যাধুনিক 'এইচকিউ-৯বি' সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম ব্যবহার করছে। এই মিসাইল প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এবং এর গতি শব্দের গতির চেয়েও চার গুণ বেশি। 'তেল বনাম অস্ত্র' চুক্তির মাধ্যমে চীনের কাছ থেকে ইরান এই সর্বশেষ প্রযুক্তি পেয়েছে বলে জানা গেছে। এছাড়া রাশিয়ার শক্তিশালী এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন ইরানের হাতে, যা ভেনেজুয়েলার এস-৩০০ এর চেয়ে অনেক বেশি কার্যকর।

ইরানের প্রতিরক্ষার আরেকটা বড় শক্তি হলো তাদের নিজস্ব তৈরি প্রযুক্তি। রাশিয়ার এস-৩০০ এর আদলে তারা বানিয়েছে 'বাভার-৩৭৩' সিস্টেম, যেটি ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে কাজ করতে সক্ষম। ইরানের এই হাইব্রিড প্রতিরক্ষা কৌশলে রুশ, চীনা এবং দেশীয় সব সিস্টেম একটি সমন্বিত নেটওয়ার্কে কাজ করে, যা মার্কিন বিমানবাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। গত জুনে ইসরায়েলি হামলায় ইরানের কিছু পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই তারা তাদের আকাশ প্রতিরক্ষা আরও নিখুঁত ও শক্তিশালী করেছে। তাই, ভেনেজুয়েলার মতো সরল কোনো অপারেশন ইরানের বিরুদ্ধে চালানো পেন্টাগনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠিন হবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।

 

news