নিউ ইয়র্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবশেষে তাদের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়ন করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সংগঠন ও তাদের সদস্যদের ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতার ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ও পররাষ্ট্র দপ্তর এক যৌথ বিবৃতিতে জানায়, লেবানন, জর্ডান ও মিশরের মুসলিম ব্রাদারহুড শাখাগুলোর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব সংগঠন যুক্তরাষ্ট্র ও মার্কিন স্বার্থের জন্য সরাসরি হুমকি তৈরি করছে।

পররাষ্ট্র দপ্তর লেবাননের মুসলিম ব্রাদারহুড শাখাকে ‘ফরেন টেররিস্ট অর্গানাইজেশন (এফটিও)’ হিসেবে তালিকাভুক্ত করেছে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর সন্ত্রাসী শ্রেণিভুক্তির মধ্যে পড়ে। এর ফলে সংগঠনটিকে কোনো ধরনের সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের আইনে অপরাধ হিসেবে গণ্য হবে।

অন্যদিকে ট্রেজারি বিভাগ জর্ডান ও মিশরের মুসলিম ব্রাদারহুড শাখাগুলোকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই দুটি শাখা ফিলিস্তিনি সংগঠন হামাসকে বিভিন্নভাবে সহায়তা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত মুসলিম ব্রাদারহুডের সহিংসতা ও অস্থিতিশীল কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক লড়াইয়ের অংশ। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদে জড়িত বা সন্ত্রাসে সহায়তাকারী সংগঠনগুলোর সম্পদ ও কার্যক্ষমতা ধ্বংসে যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

 

news