মার্কিন সামরিক মহড়ার পর আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আঞ্চলিক মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা যৌথ সামরিক মহড়া পরিচালনার পরপরই উত্তর কোরিয়া ২ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে সাত দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া।

জাপানের প্রতিরক্ষা উপমন্ত্রী তোশিরো ইনো সাংবাদিকদের বলেন, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় রাত একটা ৪৭ মিনিটে। এর ৬ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। জাপান সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র দুটি ছোঁড়া হয় এবং জাপানের বিশেষ অর্থনৈতিক জোন পেরিয়ে গিয়ে ক্ষেপণাস্ত্র দুটি পড়ে।

জাপানি মন্ত্রী বলছেন, ক্ষেপণাস্ত্র দুটি সাবমেরিন থেকে ছোঁড়া হয়ে থাকতে পারে। দক্ষিণ কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে মারাত্মক রকমের উস্কানিমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news