নতুন যেকোন যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করবে হিজবুল্লাহ’

লেবাননের ইসলামি প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসিম বলেছেন, নতুন যেকোন যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করবে হিজবুল্লাহ যোদ্ধারা। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ যোদ্ধারা কখনো তাদের দৃঢ় অবস্থান থেকে সরে আসবে না এবং শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই কখনো বন্ধ করবে না।

গতকাল (রোববার) দক্ষিণ লেবাননের জাবাল আমিল এলাকায় এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন শেখ নাঈম কাসিম। তিনি বলেন, 'ইসরাইলকে আমরা এর আগে হারিয়েছি। যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের নারী-পুরুষ যোদ্ধারা রয়েছেন এবং এসব সংগঠনের অভিভাবক হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল আলী খামেনেয়ী রয়েছেন ততক্ষণ পর্যন্ত শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করা অব্যাহত থাকবে।

হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের এ নেতা বলেন, হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে ইসরাইল দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা একটি যৌক্তিক অবস্থানে থেকে যুদ্ধ করে কিন্তু ইহুদিবাদী সেনাদের এখানে অবস্থান খুবই দুর্বল। 

শেখ নাঈম কাসিম বলেন, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মাতৃভূমি রক্ষায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যুদ্ধ অবশ্যম্ভাবি এবং সেই যুদ্ধটা মূলত লেবাননের সামরিক বাহিনী করবে।”

তিনি বললেন, “হিজবুল্লাহ যোদ্ধারা যদি লড়াই বন্ধ করে দেয় তাহলে ইসরাইল আমাদের প্রতিনিয়ত হত্যা করতে কোন রকমের দ্বিধা করবে না। ফলে আমরা কোনমতেই বিকল্প কোনো পন্থা মেনে নেব না।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news