৬ মাসে রপ্তানি করা ইরানি স্টিলের শতকরা ২২ ভাগ কিনেছে ইরাক

ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গত ছয় মাসে যে পরিমাণ স্টিল রপ্তানি করা হয়েছে তার শতকরা ২১.৭ ভাগ কিনে নিয়েছে প্রতিবেশী ইরাক। ইরানের রাষ্ট্র পরিচালিত মাইনিং অ্যান্ড মেটালস হোল্ডিং এই তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির অর্থনীতি ও বিনিয়োগ উন্নয়ন বিষয়ক প্রধান আমির সাব্বাগ বলেন, গত মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইরাক ইরান থেকে ইন্দোনেশিয়া এবং চীনের চেয়ে বেশি স্টিল আমদানি করেছে। এর আগে এই দুই দেশ ইরান থেকে সবচেয়ে বেশি স্টিল আমদানি করতো।

ইরানি সরকারি তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ৬ মাসে ইরান ২৫৮ কোটি ৭০ লাখ ডলারের স্টিল রপ্তানি করেছে।

গত ছয় মাসে ইরানের মাইনিং অ্যান্ড মেটালস সেক্টরের রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৬২ কোটি ৯০ লাখ ডলারে।

আমির সাব্বাগ জানান, চীনে স্টিলের চাহিদা কমে যাওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার পরও সেপ্টেম্বর মাসে ইরানের স্টিল রপ্তানি বেড়েছে এবং এ সময়ে তেহরান মোট স্টিল রপ্তানি করেছে ৭ লাখ ৬৭ হাজার মেট্রিক টন।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news