ইরানের ডেস্ট্রয়ারগুলোতে শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হবে: নৌবাহিনী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, দেশের ডেস্ট্রয়ারগুলোতে 'আবুমাহদি' ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করা হবে। শুধু 'আবুমাহদি' ক্রুজ ক্ষেপণাস্ত্র নয় অন্যান্য ক্ষেপণাস্ত্রও থাকবে এসব ডেস্ট্রয়ারে।

তিনি আরও বলেছেন, জলযান থেকে জলযানে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা দ্বিগুণ হয়েছে। এছাড়া এখন থেকে ইরানি ডেস্ট্রয়ারগুলোতে চারটি ক্ষেপণাস্ত্র-লঞ্চারের জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র-লঞ্চার বসানো থাকবে। 

রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, 'সাহান্দ' ডেস্ট্রয়ারে জাহাজ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

ইরানের এই কমান্ডার আরও বলেছেন, 'দামাভান্দ' ডেস্ট্রয়ারটির পরীক্ষা-নিরীক্ষা শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২৮ নভেম্বর নৌবাহিনী দিবস উপলক্ষে এই ডেস্ট্রয়ারটি উন্মোচন করা হবে বলে তিনি জানিয়েছেন।

ইরানে দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন ধরনের উন্নত জাহাজ ও ডেস্ট্রয়ার নির্মাণ অব্যাহত রয়েছে এবং এর মাধ্যমে ইরানের শিল্প সক্ষমতার পরিচয় ফুটে উঠেছে।

খবর পার্স টুডে /এনবিএস/২০২২/এক

news