মাজারে হামলার উৎস উৎঘাটন করে দৃঢ় পদক্ষেপ নিতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র মাজারে হামলার হোতারা নিশ্চিতভাবে শাস্তি পাবে।

গতকাল (বুধবার) ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজার তথা শাহচেরাগে দায়েশ বা আইএস'র এক সন্ত্রাসীর হামলায় দুই শিশুসহ ১৫ জন জিয়ারতকারী শহীদ ও ২৭ জন আহত হয়েছেন।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এই হামলার দায় স্বীকার করেছে। এরিমধ্যে জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।

এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা এক শোকবার্তায় বলেছেন, 'হজরত আহমাদ বিন মূসা আলাইহিসসালামের পবিত্র মাজারে নির্মম হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন, এ কারণে আমরা সবাই শোকাহত। হৃদয়বিদারক এই ঘটনার হোতা বা হোতারা নিশ্চিতভাবে শাস্তি পাবে কিন্তু এসব বিপর্যয়ের উৎস উৎঘাটন এবং এগুলোর বিরুদ্ধে দৃঢ় ও বিজ্ঞচিত পদক্ষেপ গ্রহণ ছাড়া প্রিয়জনদের কষ্ট লাঘব এবং আহলে বাইত (আ.)'র মাজারের অপমানের ক্ষতিপূরণ হবে না।'

সর্বোচ্চ নেতা আরও বলেন, 'বিধ্বংসী শত্রু এবং বিশ্বাসঘাতক অথবা অজ্ঞ শত্রুদেরকে মোকাবেলার ক্ষেত্রে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিচার বিভাগ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল ও গণমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিরাসহ দেশের আপামর জনগণকে তাদের জীবন ও নিরাপত্তা বিনষ্টকারী এবং পবিত্র বিষয়গুলোর অবজ্ঞাকারীদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ইরানি জাতি এবং দায়িত্বশীল মহল অবশ্যই শত্রুদের অপরাধমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হবে, ইনশাআল্লাহ।'

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার শোকবার্তায় বলেন, 'আমি এই হামলায় শোকাহত পরিবার, শিরাজের সব অধিবাসী এবং গোটা ইরানি জাতির প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি।
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news