ইহুদিবাদী দখলদারদের পিছু হটানোর একমাত্র উপায় প্রতিরোধ: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ভাইস প্রেসিডেন্ট বলেছেন: ইহুদিবাদী দখলদারদের পিছু হটানোর একমাত্র উপায় প্রতিরোধ।

জর্ডান নদীর পশ্চিম তীরে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাম্প্রতিক অভিযানের প্রতিক্রিয়ায় সালেহ আল-আরুরি ওই মন্তব্য করেন।

ইহুদিবাদীরা বহু বছর ধরে তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন ফিলিস্তিনের কোনো না কোনো  অঞ্চলে হামলা চালিয়ে আসছে। তারা নির্বিচারে ফিলিস্তিনিদের শহীদ, আহত কিংবা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে।


ফিলিস্তিনি যোদ্ধারাও যে-কোনো উপায়ে ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের জবাব দিয়ে যাচ্ছে। ওই জবাবের কারণে অধিকৃত এলাকা এখন দখলদার ইহুদিবাদীদের জন্য ভয়ংকর হয়ে উঠেছে।

ইহুদিবাদীরা এ পর্যন্ত কেবল অধিকৃত অঞ্চলের দক্ষিণে এবং গাজা অঞ্চলে ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে জড়াতো। এখন পশ্চিম তীরের যুবকদের সশস্ত্র হয়ে ওঠার কারণে ইহুদিবাদীদের জন্য ওই এলাকা আতঙ্কের স্থলে পরিণত হয়েছে। কখোন কোন দিক থেকে অতর্কিত হামলা হয়-এই ভয়ে তাদের আরামের ঘুম হারাম হয়ে গেছে। 

ইরনার সাথে এক সাক্ষাত্কারে হামাসের এই নেতা আরও বলেন: হামাস পশ্চিম তীরের জনগণের সংগ্রামে সবসময় পাশে থাকবে। কুদস দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে এই সংগ্রাম আরও তীব্র হোক সেটাই প্রত্যাশা করে হামাস।

অবৈধ ইহুদিবাদী ইসরাইলের ক্ষমতায় নেতানিয়াহুর ফিরে আসার সম্ভাবনার প্রতি ইঙ্গিত করে জনাব আরুরি আরও বলেন: ফিলিস্তিনি জাতি নেতানিয়াহুর যে-কোনো অপরাধমূলক নীতির জবাব দেবে কঠোর প্রতিরোধের মাধ্যমে।

চার বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম ইসরাইলি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১ নভেম্বরে। নির্বাচনের বেসরকারি ফলাফলে মনে হচ্ছে চরমপন্থী নেতানিয়াহু ক্ষমতায় ফিরে আসবেন এবং ভবিষ্যত মন্ত্রিসভা গঠন করবেন
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news