ভিয়েনা সংলাপ আবার চালু করে চুক্তি সই করতে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার সমাপ্তি টেনে পাশ্চাত্যে সঙ্গে নতুন করে একটি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কয়েক মাস আগে পর্যন্ত এ সংক্রান্ত যে ধারাবাহিক আলোচনা চলছিল সে ব্যাপারে দ্বৈত নীতি পরিহার করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান। ভিয়েনা সংলাপ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তার জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনে কথা বলার একদিন পর এ টুইটার বার্তা প্রকাশ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তার টুইটার বার্তায় বলা হয়েছে, “জোসেফ বোরেলের সঙ্গে গঠনমূলক টেলিফোনালাপে ভিয়েনা সংলাপের ইতি টানার ব্যাপারে ইরানের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করা হয়েছে। আমেরিকাকে দ্বৈত নীতি বন্ধ করতে হবে। মার্কিন কর্মকর্তাদের কথায় ও কাজে মিল থাকতে হবে। আর আমরা আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।”

আমেরিকা ২০‌১৮ সালে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর এটি নিয়ে চলমান অচলাবস্থা দেখা দেয়। দেশটিকে এই সমঝোতায় ফিরে আসতে হলে ইরানের ওপর অবৈধভাবে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কিন্তু ভিয়েনা সংলাপে মার্কিন সরকার ইরানের সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার বাইরে রাখতে সম্মত হচ্ছে না। তেহরান বলছে, আমেরিকার এই অন্যায় আচরণ ভিয়েনা সংলাপ থেকে ফল বের করে আনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
” খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news