সরাসরি আমাকে গ্রেফতার করে দেখান: ইডিকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ

ভারতের ঝাড়খণ্ডে অবৈধ খনি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে হাজির হননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে জিজ্ঞাসাবাদের কী প্রয়োজন? সরাসরি আমাকে গ্রেফতার করে দেখান, মানুষ তার জবাব দেবে।’

তিনি বলেন, ‘বিরোধী দলের রাজনৈতিক ষড়যন্ত্রের জবাব দেওয়ার সময় এসেছে। আমরা ঝাড়খণ্ড বিরোধীদের কৌশল কখনই সফল হতে দেবো না।’ অবৈধ খনি মামলায় ‘ইডি’ জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নোটিশ পাঠানোয় ‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চা’ কর্মীরা আজ রাঁচির  মোরহাবাদিতে জড়ো হন। ওই কর্মীরা বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের  বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন। ওই সমাবেশে শামিল হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিজেপির তীব্র সমালোচনা করেন।   

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ‘আমরা রাজ্যের বাইরের কিছু গ্যাং চিহ্নিত করেছি যারা রাজ্যের ‘আদিবাসীদের’ তাদের পায়ে দাঁড়াতে দিচ্ছে না। হেমন্ত সোরেন এ সময়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঝাড়খণ্ডীরা এই রাজ্যে শাসন করবে, বহিরাগত শক্তি নয়। আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আগামী দিনে এ রাজ্যের শ্রমিক, কৃষক ও বৃদ্ধরা বিজেপিকে জবাব দেবেন।’

‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চা’ বলেছে, কেন্দ্রীয় বিজেপি সরকারের নির্দেশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জোর করে মানহানি করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ঝাড়খণ্ডের মানুষ।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ‘আমাদের বিরোধীরা অনেকবার তাদের ষড়যন্ত্রমূলক চালাকি চালানোর চেষ্টা করেছে। সরকারের কাজ দেখে বিরোধীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা কয়লা ও লোহায় দুর্নীতি দেখে না, বালি ও ব্যালাস্টে দুর্নীতি দেখে। এসব মানুষ তাদের পাপের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে।’

হেমন্ত সোরেন বলেন, আমরা লড়াই করে এই রাজ্য নিয়েছি এবং লড়াই করেই এই ষড়যন্ত্র নস্যাৎ করব। বিজেপিকে নিশানা করে হেমন্ত সোরেন আরও বলেন, এই লোকেরা আদিবাসী এবং দলিতদের এগিয়ে যেতে দেখতে চায় না এবং এটি দীর্ঘকাল ধরে চলছে। তাই এই লোকেরা কখনও ‘সিবিআই’, ‘ইডি’ কখনও আদালতের অজুহাত দিয়ে আমাদের দমন করার চেষ্টা করছে বলেও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মন্তব্য করেন।

আর্থিক দুর্নীতিতে নজরদারি চালানো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এক নোটিশে আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ‘ইডি’র রাঁচীর দফতরে সশরীরে হাজিরা দিতে হবে বলে জানিয়েছিল। ঝাড়খণ্ডের একটি খনি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের তদন্ত করছে ‘ইডি’। সেই মামলার সূত্রেই ডেকে পাঠানো হয় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। রাজ্যটিতে ওই ইস্যুতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
” খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news