ইউক্রেনে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার ওপর রাশিয়ার বিমান হামলা

রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র তৈরি একটি কারখানার ওপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া ভাড়াটে একটি সদর দপ্তর রুশ হামলায় ধ্বংস হয়েছে।

গতকাল (শুক্রবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে। ব্রিফিংয়ে জানানো হয় যে, রাশিয়ার যুদ্ধবিমান এবং স্থল বাহিনী ইউক্রেনের সেনাদের পাঁচটি কমান্ড সেন্টারে হামলা চালায়। এছাড়া দক্ষিণাঞ্চলীয় নিকোলাইয়েভ শহরের কাছে বিদেশি ভাড়াটে  সেনাদের একটি সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ব্রিফিংয়ে আরো জানিয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলে ইউক্রেন মার্কিনি নির্মিত নয়টিহাইমার্স ক্ষেপণাস্ত্র  এবং বিএম-২৭ ২৭ উড়া গান সিস্টেম থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কিন্তু রাশিয়ার সেনারা তার সবগুলো মধ্য আকাশে ধ্বংস করে।

গত মাসের শেষের দিক থেকে ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র অভিযান হলো জোরদার করেছে। এতে ইউক্রেনের বহু সংখ্যক বিদ্যুৎকেন্দ্র এবং পানি সরবরাহ লাইন ধ্বংস হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news