নিষেধাজ্ঞা থেকে ফিরে স্বর্ণ জিতলেন রোমান সানা

 নিষেধাজ্ঞা থেকে ফিরে স্বাধীনতা দিবস আরচারি টুর্নামেন্টে খেলেছিলেন রোমান সানা। টুর্নামেন্টের ফাইনাল খেলায় রিকার্ভ পুরুষ লড়াইয়ে আনসারের রোমান সানা ৬-৪ সেটে সেনাবাহিনীর আশিকুর রহমানকে হারিয়ে স্বর্ণ জয় করেন। রিকার্ভ মহিলা লড়াইয়ে আনসারের শ্রাবণী আক্তার ৬-২ সেটে পুলিশের জুথি রানীকে হারিয়ে স্বর্ণ জয় করেন। আনসারের দিয়া সিদ্দিকী ৬-২ সেটে আনসারের পেহেলী চাকমাকে হয়ে ব্রোঞ্জ পেয়েছেন।

শনিবার ন্যাশনাল র‌্যাঙ্কিং ওপেন টুর্নামেন্ট-২-এর স্বাধীনতা দিবস আরচারির খেলা হয়েছে টঙ্গীস্থ আরচারি প্রশিক্ষণকেন্দ্র শহিদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে। দেশের জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও সার্ভিসেস দলসহ ১৩টি দল হতে রিকার্ভ ডিভিশনের পুরুষ সেকশনে ৩৯ জন ও মহিলা সেকশনে ২৪ জন এবং কম্পাউন্ড ডিভিশনের পুরুষ সেকশনে ১৯ জন ও মহিলা সেকশনে ১৪ জনসহ মোট ৯৬ জন আরচার প্রতিদ্বন্দ্বিতা করে।

দিনব্যাপী টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে চারটি একক ইভেন্ট অনুষ্ঠিত হয়। আনসার চ্যাম্পিয়ন, বিজিবি রানার্সআপ হয়। পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম।

এনবিএস/ওডে/সি

news