সিডনি, ২৭ অক্টোবর ২০২৫: আগে থেকেই গুঞ্জন চলছিল, অ্যাশেজের প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না প্যাট কামিন্স। এই দৃঢ় মনের অজি তারকা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু তবু প্রথম ম্যাচ মিস করতে হচ্ছে তাকে।
পিঠের চোটের জন্য অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না কামিন্স। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, “প্রায় এক সপ্তাহ আগেই আমরা বলেছিলাম, কামিন্সকে পুরোপুরি ফিট হতে চার সপ্তাহ লাগবে। দুর্ভাগ্যবশত সেই সময় এখনও শেষ হয়নি। তবে আমরা খুব আশাবাদী – দ্বিতীয় টেস্টে তাকে পেতে পারি।”
প্রথম টেস্ট মিস করলেও দ্বিতীয় ম্যাচে কামিন্সের ফেরার ভালো সম্ভাবনা আছে। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ফিরতে শিগগিরই বোলিং শুরু করবেন এই তারকা পেসার। এমনটাই জানিয়েছেন হেড কোচ ম্যাকডোনাল্ড।
অস্ট্রেলিয়ার এই কোচ বলেন, “সবাই তার ফেরার সময় জানতে চায় – দ্বিতীয় টেস্টের আগে কি সম্ভব? এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সে এই সপ্তাহে বোলিং শুরু করবে, এটাই সবচেয়ে বড় অগ্রগতি। এই ধাপটাই আমাদের দরকার ছিল। এখন আমরা সেই পথে এগোচ্ছি এবং আশা করছি, ব্রিসবেনে তাকে পাবো।”
তিনি আরও যোগ করেন, “এই ধরনের চোটে কখনোই নির্দিষ্ট সময়সীমা দেওয়া যায় না। সবাই জানতে চায়, ঠিক কবে ফিরবে, কিন্তু আমরা এখনই সেটা বলতে পারি না। চিকিৎসক দলকেও আমি এমন চাপের মধ্যে ফেলব না।”
কামিন্সের অনুপস্থিতিতে ইংল্যান্ডের পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
