রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র অবশেষে মুখ খুলেছেন এল ক্লাসিকো শেষে ঘটে যাওয়া উত্তেজনাকর ঘটনার বিষয়ে। তিনি জানিয়েছেন, ম্যাচের পর বার্সেলোনা খেলোয়াড়দের সঙ্গে তার আচরণে কারও প্রতি অপমানের উদ্দেশ্য ছিল না।

রবিবার বার্নাব্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোতে রিয়াল ২-১ গোলে জয় পায়। তবে ম্যাচ শেষে মাঠে ও মাঠের বাইরে দুদলের খেলোয়াড়দের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।

৭২ মিনিটে বদলি হওয়ার পর ভিনিসিয়ুস বেশ ক্ষুব্ধভাবে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। কিছুক্ষণ পর আবার বেঞ্চে ফিরে এসে খেলাটি অনুসরণ করেন। কিন্তু ম্যাচ শেষে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা।

ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, রেফারি মোট পাঁচজন খেলোয়াড়কে হলুদ কার্ড এবং রিয়ালের রিজার্ভ গোলরক্ষক আন্দ্রি লুনিনকে লাল কার্ড দেখান।

ঘটনার প্রতিক্রিয়ায় ভিনিসিয়ুস বলেন,

“এল ক্লাসিকো সবসময় এমনই উত্তপ্ত থাকে। মাঠের ভেতরে আর বাইরে নানা কিছু ঘটে। আমরা শান্ত থাকার চেষ্টা করি, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। আমাদের উদ্দেশ্য কখনও কাউকে আঘাত করা নয়— না বার্সার খেলোয়াড়দের, না তাদের সমর্থকদের। মাঠে নামলে নিজেদের দলকে রক্ষা করাটাই প্রথম দায়িত্ব, আজও সেটাই করেছি।”

এদিকে সম্প্রতি বার্সেলোনার ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, “রিয়াল সবসময় চুরি করে আর অভিযোগ করে।” সেই বক্তব্যে রিয়াল শিবিরে ক্ষোভ তৈরি হয়েছিল, যা হয়তো ম্যাচ শেষে উত্তেজনার অন্যতম কারণ।

ম্যাচে রিয়ালের জয়সূচক গোলদাতা জুড বেলিংহাম ম্যাচ শেষে ইনস্টাগ্রামে লেখেন,

“কথা বলা সহজ… সবসময়, হালা মাদ্রিদ!”

এল ক্লাসিকোর মাঠের উত্তেজনা এবার যেন ম্যাচ শেষে আরও একধাপ বেড়ে গেল— তবে রিয়াল শিবির জয়ের আনন্দে ভাসছে, আর বার্সা ভাবছে কীভাবে এই হারের প্রতিশোধ নেওয়া যায়।

 

news