ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ভয়ংকর ফর্মহীনতা এখন ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। একসময় বিশ্বের সবচেয়ে বিধ্বংসী টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে পরিচিত সূর্যকুমার এখন ব্যাট হাতে সংগ্রামে ভুগছেন, বাড়ছে সমালোচনা আর প্রশ্ন।
আগামী ২৯ অক্টোবর ক্যানবেরায় শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগেই সূর্যকুমারের ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগ চরমে।
২০২৫ সালে তিনি ১১ ইনিংসে করেছেন মাত্র ১০০ রান, গড় ১১.১১। ক্যারিয়ারে ৩০০টিরও বেশি টি-টোয়েন্টি ইনিংস আর প্রায় ৯ হাজার রানের মালিকের এমন পারফরম্যান্স দেখে হতবাক ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞরা।
এশিয়া কাপে হতাশা, ফর্ম নিয়ে বাড়ছে উদ্বেগ
এশিয়া কাপ ২০২৫-এ ভারত চ্যাম্পিয়ন হলেও সূর্যকুমারের ব্যাটে ছিল নিস্তেজতা। ৬ ইনিংসে করেছেন মাত্র ৭২ রান, স্ট্রাইক রেট মাত্র ১০৪.২২। অথচ এর কিছুদিন আগেই আইপিএল ২০২৫ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ৭১৭ রান করেছিলেন ১৬৭.৯ স্ট্রাইক রেটে—যেখানে ছিল ধারাবাহিক ফিফটি আর আগ্রাসী ইনিংস।
এই বিপরীতমুখী পারফরম্যান্স এখন বড় মাথাব্যথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে সূর্যকুমারের ব্যাটে রান না পাওয়া দলে নতুন দুশ্চিন্তা যোগ করছে।
তবু নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট তাঁর ওপর আস্থা রেখেছে, আর এবার নিজেও মুখ খুলেছেন সূর্যকুমার যাদব।
“রান আসবেই, আমি ভালো জায়গায় আছি” — সূর্যকুমার
অস্ট্রেলিয়া সফরের আগে এক সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানান, তিনি এখনো নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। সাম্প্রতিক ব্যর্থতা তাঁকে ভেতর থেকে ভাঙতে পারেনি।
তিনি বলেন,
“আমি সবসময় কঠোর পরিশ্রম করছি। আগেও করেছি, এখনো করছি। দেশে ভালো কিছু অনুশীলন সেশন হয়েছে, এখানেও দুই-তিনটি দারুণ সেশন করেছি।
আমি এখন মানসিকভাবে ভালো জায়গায় আছি—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রান আসবেই, সময়ের ব্যাপার মাত্র। দলের জন্য যা দরকার, সেটিই করতে চাই। প্রতিটি ম্যাচকে আলাদা করে দেখি। একবার শুরু হলে, আশা করি ব্যাটে রানও ফিরবে।”
শ্রেয়াস আইয়ারকে নিয়ে আশাবাদী সূর্যকুমার
অধিনায়ক সূর্যকুমার আরও জানান, শ্রেয়াস আইয়ারের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা নিয়ে ইতিবাচক খবর এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাঁজরে গুরুতর চোট পান আইয়ার।
সূর্যকুমার বলেন,
“ও ভালোভাবে সেরে উঠছে। আমরা ফোনে কথা বলেছি—সে আমাদের মেসেজের জবাব দিচ্ছে, মানে সে একদম ঠিক আছে।”
ভারতীয় শিবির এখন অপেক্ষায়, কবে ব্যাট হাতে ফিরবেন আইয়ার—আর কবে আবার সেই পুরনো ভয়ংকর রূপে ফিরবেন সূর্যকুমার যাদব।
