আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কেমন হবে ভারতের একাদশ—তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এবার সেই একাদশই ঘোষণা করলেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। চমক রেখে তিনি কুলদীপ যাদব ও নীতিশ কুমার রেড্ডিকে বাদ দিয়েছেন, আর দলে রেখেছেন মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার।

আগামী বুধবার, ২৯ অক্টোবর, ক্যানবেরার ম্যানুকা ওভালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগেই পাঠানের একাদশ এখন ক্রিকেট মহলে আলোচনার বিষয়।

ওডিআই সিরিজে পরাজয়ের পর নতুন উদ্যমে মাঠে নামবে ভারত

শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত সদ্য শেষ হওয়া ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। প্রথম দুই ম্যাচে ৭ ও ২ উইকেটে হার, আর শেষ ম্যাচে ৯ উইকেটের বিশাল পরাজয়। এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া গিলের দল।

ইরফান পাঠানের একাদশে ওপেনার হিসেবে গিল ও অভিষেক শর্মা

নিজের ইউটিউব চ্যানেলে একাদশ ঘোষণা করে ইরফান পাঠান জানান, তিনি অভিষেক শর্মা ও শুভমন গিলকে ওপেনিং জুটি হিসেবে বেছে নিয়েছেন। এশিয়া কাপে খারাপ সময় কাটানো গিল এবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে ফর্মে ফিরতে চান।

মিডল অর্ডারে থাকছেন তিলক ভার্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপে দুর্দান্ত খেলেছিলেন অভিষেক ও তিলক—অভিষেক করেছিলেন ৩১৪ রান, তিলক ৬ ইনিংসে ২১৩ রান। সূর্যকুমারও খুঁজছেন ধারাবাহিকতার সেই পুরনো ছন্দ।

উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে, আর অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল ও শিবম দুবে।

স্পিনে চমক: কুলদীপ বাদ, জায়গা পেলেন বরুণ চক্রবর্তী

ইরফান পাঠান বলেন, যেহেতু হার্দিক পান্ডিয়া ইনজুরিতে ছিটকে গেছেন, তাই তিনি পেস-নির্ভর একাদশ বেছে নিয়েছেন। তিন ফাস্ট বোলার হিসেবে রেখেছেন জসপ্রিত বুমরা, আর্শদীপ সিং ও হর্ষিত রানা।

স্পিনার হিসেবে পাঠানের একমাত্র পছন্দ বরুণ চক্রবর্তী। তাঁর যুক্তি, বরুণ পাওয়ার প্লেতেও বোলিং করতে পারেন এবং দলে ‘মিস্ট্রি’ ফ্যাক্টর যোগ করেন।

ইরফান পাঠানের একাদশ ভারত বনাম অস্ট্রেলিয়া ১ম টি-টোয়েন্টি ২০২৫

অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী।

“চক্রবর্তী হলে ভালো, তবে কুলদীপ হলেও সমস্যা নয়”—ইরফান পাঠান

কুলদীপকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পাঠান বলেন,

“হর্ষিত রানার দ্বিতীয় ওয়ানডে ইনিংস দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। যদি ও ৮ নম্বরে খেলে, তাহলে ৭ পর্যন্ত ব্যাটিং শক্তিশালী থাকবে। দুবে ও অক্ষর মিলিয়ে ৬ ওভার দিতে পারবে। এরপর আর্শদীপ ও বুমরা, সঙ্গে এক জন ফ্রন্টলাইন স্পিনার লাগবে।”

তিনি আরও যোগ করেন,

“আমি বরুণ চক্রবর্তীর দিকেই ঝুঁকছি, কারণ প্রয়োজন হলে তিনি পাওয়ার প্লেতেও ১-২ ওভার করতে পারেন। ভারতীয় দলে এমন ‘মিস্ট্রি’ বোলার দরকার। তবে যদি কুলদীপকেই নেয় টিম ম্যানেজমেন্ট, তাহলেও সমস্যা নেই।”

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভারতের এই পেস-নির্ভর একাদশ কতটা কার্যকর হয়, তা দেখতেই মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

 

news