রীতিমতো বোমা ফাটলো তুরস্কের ফুটবল ফেডারেশনে। ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এথেম হাজিওসমানগ্লু এই খবরটি নিশ্চিত করেছেন — দেশটির রেফারিং সিস্টেমে বড়স্কেল জুয়ার উৎসটপ ঘটনা ধরা পড়েছে। খবরটি প্রথম প্রকাশ করেছে তুর্কিশ ফুটবল সকার।

টিএফএফ (তুরস্ক ফুটবল ফেডারেশন) গত পাঁচ বছর ধরে দুর্নীতি রোধে একটি প্রবল অনুসন্ধান চালিয়ে আসছে। তৎপর তদন্তে উঠে এসেছে ভয়াবহ তথ্য: মোট ৫৭১ জন পেশাদার রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে। তাদের মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়ার সঙ্গে জড়িত বলে পাওয়া গেছে।

টিএফএফ সভাপতি হাজিওসমানগ্লু জানিয়েছেন, এই তথ্য তাদের কাছে এসেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এসব নাম শৃঙ্খলা কমিটিতে পাঠানো হবে এবং ফেডারেশনের নিয়ম অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে যারা অপরাধে অভিযুক্ত।

গত কয়েক বছর ধরে তুরস্কের ঘরোয়া লিগগুলোতে অনিয়ম ও বাজে রেফারিং নিয়ে বিতর্ক বহুবার দেখেছে। কোনো কোনো ম্যাচে সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তুঙ্গে ওঠে— আর সেই অভিযোগের ভিত্তিতেই রাষ্ট্রীয় এক প্রতিষ্ঠানের দেওয়া তথ্য থেকে তদন্ত শুরু করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তদন্ত এখনো চলমান এবং আরও প্রচুর বিস্তারিত বেরিয়ে আসতে পারে।

এই উদ্বেগজনক খবরে তুর্কি ফুটবল ভক্ত ও ক্লাবগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে; কারণ রেফারিদের ওপর আস্থা না থাকলে খেলায় ন্যায্যতা ও ইন্টেগ্রিটি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। টিএফএফ জানিয়েছে, তদন্ত স্বচ্ছভাবে করা হবে এবং যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে “শৃঙ্খলা ও আইনি” দুই ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তুরস্ক ফুটবলে যদি সত্যিই এত বড় সংখ্যক রেফারি জুয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকেন, তা হলে domestic league-গুলোতে ভবিষ্যতে বড় ধরনের সাজা, পুনর্গঠন ও শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা আনার প্রয়োজন পড়বে—এটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

news