ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিমি অ্যান্ডারসনকে এখন থেকে তাহলে 'স্যার জেমস অ্যান্ডারসন' নামেই ডাকতে হবে! কারণ ইংল্যান্ডের সর্বকালের শীর্ষ এই টেস্ট উইকেটশিকারি ৭০৪টি এবার নাইটহুড সম্মানে ভূষিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস রয়্যাল তার হাতে এই সম্মাননা তুলে দেন। ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অ্যান্ডারসনকে এই উপাধি দেওয়া হলো। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই মর্যাদাপূর্ণ উপাধির জন্য তার নাম সুপারিশ করেছিলেন।

টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি

৪৩ বছর বয়সী এই পেসার ২২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮৮টি টেস্টে ৭০৪টি উইকেট সংগ্রহ করেছেন। টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন কেবল দুজন—শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।

২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও অ্যান্ডারসন এখনও তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলে যাচ্ছেন। সেখানে ২০২৬ মৌসুম পর্যন্ত তার চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়িত হলে ৪৪তম জন্মদিনের পরেও মাঠে দেখা যাবে ইংল্যান্ডের এই কিংবদন্তি পেসারকে।

 

news