জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান—তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে স্বাগতিকরা। ২০২৫ আফগানিস্তানের জিম্বাবুয়ে সফরের অংশ এই সিরিজ। দেখে নিন প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের প্লেয়িং ইলেভেন।
জিম্বাবুয়ে একাদশ বনাম আফগানিস্তান—প্রথম টি-টোয়েন্টি, ২০২৫ সফর
ওপেনার: ব্রায়ান বেনেট, ডায়ন মায়ার্স
জিম্বাবুয়ে চাইবে সাম্প্রতিক ফর্ম ধরে রাখতে। নামিবিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা কোয়ালিফায়ার ফাইনালে জয় এসেছে।
সিকান্দার রাজার নেতৃত্বে আফগানদের মোকাবিলা করবে দল। আফগানদের বিপক্ষে রেকর্ড খারাপ—১৮ ম্যাচে মাত্র ২ জয়।
বুধবার (২৯ অক্টোবর) সিরিজ ওপেনারে সেই রেকর্ড বদলাতে চায় স্বাগতিকরা।
এজন্য ওপেনারদের ওপর ভরসা। ব্রায়ান বেনেট ও ডায়ন মায়ার্সকে দিয়ে শক্ত ভিত গড়তে হবে। দুজনেই নিজেদের রানের খাতা ভারী করতে চাইবেন।
মিডল অর্ডার ব্যাটার ও অলরাউন্ডার: ক্লাইভ মাদান্দে, ব্রেন্ডন টেলর (উইকেটকিপার), সিকান impatient রাজা (অধিনায়ক)
, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যাড ইভান্স
মিডল অর্ডারে অভিজ্ঞতা আর সম্ভাবনার মিশেল। অধিনায়ক সিকান্দার রাজা, সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর (উইকেটকিপিং করবেন), তরুণ ক্লাইভ মাদান্দে।
এরা চালিয়ে গেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আফগানদের শক্তিশালী বোলিংয়ের সামনে টিম ম্যানেজমেন্ট এটাই চাইবে।
মিডল অর্ডার নিয়ন্ত্রণে রাজা-টেলরের ওপর ভরসা। বাকিরা সাপোর্ট দেবে।
রাজা-টেলর ছাড়া ফাস্ট বোলিং অলরাউন্ডার ব্র্যাড ইভান্স ব্যাটে সারপ্রাইজ দিতে পারেন। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে ম্যাচ জয়ী পারফরম্যান্স ছিল তার।
বোলার: ওয়েলিংটন মাসাকাদজা, তিনোতেন্দা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা
বোলিংয়ে ভরসা পেসার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।
প্রথম কয়েক ওভারে উইকেট তুলে বাকিদের সহজ করতে হবে দুজনকে।
তাদের সঙ্গী ব্র্যাড ইভান্স। টেস্টের মতো পারফরম্যান্স চাইবে সে।
প্রথম ম্যাচে একজন স্পেশালিস্ট স্পিনার—ওয়েলিংটন মাসাকাদজা। মিডল ওভারে কঁটকা রাখার দায়িত্ব তার।
সহায়তা করবেন সিকান্দার রাজা। মিডল ওভারে বল করে বারবার কার্যকর হয়েছে সে, আফগানদের বিপক্ষেও তাই চাইবে।
