ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ আসরে মাঝপথেই ইতি টানলেন। মুম্বাইয়ের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই তিনি দেশে ফিরে গেছেন। ফলে চলমান টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর মুম্বাইয়ের জার্সিতে দেখা যাবে না এই ডানহাতি ব্যাটারকে।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নামতেই হতাশ করেন রোহিত। শুক্রবার, ২৬ ডিসেম্বর জয়পুরে উত্তরাখণ্ডের পেসার দেবেন্দ্র সিং বোরার বলে তিনি গোল্ডেন ডাকে আউট হন। এর আগে অবশ্য সিকিমের বিপক্ষে প্রথম ম্যাচে ১৫৫ রানের ঝকঝকে ইনিংস খেলে মুম্বাইকে জয় এনে দিয়েছিলেন তিনি।
স্বল্প সময়ের সফর শেষে মুম্বাই ফিরলেন রোহিত
ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক দেবেন্দ্র পান্ডের তথ্য অনুযায়ী, বিজয় হাজারে ট্রফিতে নিজের নির্ধারিত সংক্ষিপ্ত সময় শেষ করেই মুম্বাই ফিরেছেন রোহিত শর্মা। শুরু থেকেই ঠিক ছিল, তিনি মাত্র দুইটি ম্যাচ খেলবেন।
জয়পুরে রোহিতকে এক নজর দেখতে সাওয়াই মানসিং স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন অসংখ্য দর্শক। তার আউট হওয়ার পর অনেকেই স্টেডিয়াম ছেড়ে গেলেও, কেউ কেউ শুধু তার উপস্থিতি উপভোগ করতেই মাঠে থেকে যান।
আগামী ২৯ ডিসেম্বর ছত্তিশগড়ের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। সে ম্যাচের আগে রোহিতের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। বর্তমানে গ্রুপ ‘সি’-র পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মুম্বাই এবং কোয়ার্টার ফাইনালের পথে বেশ ভালো অবস্থানে আছে দলটি।
স্ত্রী রীতিকার সঙ্গে নাইট আউটে ধরা পড়লেন রোহিত
জয়পুর থেকে ফেরার পর মুম্বাইয়ে নিজের অবসর সময় উপভোগ করতে দেখা গেছে রোহিতকে। স্ত্রী রীতিকা সাজদেহর সঙ্গে লেট নাইট ডিনারে বের হন তিনি। ক্রিকেটের ব্যস্ততা শেষে তার এই ব্যক্তিগত মুহূর্ত দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভক্তরা ছবি ও ভিডিও শেয়ার করে রোহিতের নির্ভার সময় কাটানোর ঝলক উপভোগ করেন।
রোহিতের ডাকেও জয়ের ধারায় মুম্বাই
রোহিত শর্মা গোল্ডেন ডাকে ফিরলেও ম্যাচে দাপট দেখায় মুম্বাই। নির্ধারিত ৫০ ওভারে দলটি তোলে ৩৩১ রান। মুশীর খান ও সারফরাজ খান করেন ৫৫ রান করে। হার্দিক তামোর অপরাজিত ৯৩ রানে ইনিংস সামলান। এছাড়া শামস মুলানি ৪৮ ও শার্দুল ঠাকুর ২৯ রান যোগ করেন।
জবাবে উত্তরাখণ্ডের হয়ে যুবরাজ চৌধুরী করেন ৯৬ রান, জগদীশা সুচিথের ব্যাট থেকে আসে ৫১ রান। তবে অন্যরা ব্যর্থ হওয়ায় ম্যাচ জিততে পারেনি তারা। মুম্বাইয়ের হয়ে শার্দুল ঠাকুর, ওঙ্কার তারমালে ও মুশীর খান নেন দুটি করে উইকেট।
৩৮ বছর বয়সী রোহিত শর্মা আগামী ১১ জানুয়ারি ভাদোদরায় শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২ রান করেন তিনি, যেখানে ছিল একটি সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে করেন দুটি অর্ধশতক।
