বিরাট কোহলির ঘরোয়া ক্রিকেটে কামব্যাকের গল্প এখনো শেষ হয়নি, কারণ এই তারকা ব্যাটার জানুয়ারির শুরুতে দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে আরেকটা ম্যাচ খেলতে পারেন — এটা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে স্পেশাল ওয়ার্ম-আপ।

কোহলি বিসিসিআইয়ের নির্দেশ মেনে চলমান বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-এ দিল্লির হয়ে দুটো গ্রুপ স্টেজ ম্যাচ খেলে ফেলেছেন। দৈনিক জাগরণের এক সিনিয়র সাংবাদিকের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ব্যাটিং সুপারস্টার গুজরাটের বিপক্ষে দিল্লির ম্যাচ শেষ করেই বেঙ্গালুরুতে দিল্লি ক্যাম্প ছেড়ে চলে গেছেন এবং নিউ ইয়ার ব্রেক নেবেন।

আরও পড়ুন: 'পাগল হয়ে গেছে': বিরাট কোহলি গুজরাটের বিপক্ষে বিজয় হাজারে ট্রফিতে ২৯ বলে ফিফটি হাঁকিয়ে ফ্যানকে তাক লাগিয়ে দিলেন
সাংবাদিক জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে (১১ জানুয়ারি) চলমান ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে কোহলির আরেকটা ম্যাচ খেলার সম্ভাবনা খুব বেশি। দিল্লির রেলওয়েজের বিপক্ষে ৬ জানুয়ারির গ্রুপ ম্যাচটাই সবচেয়ে সম্ভাব্য অপশন হিসেবে দেখা হচ্ছে।

বিরাট কোহলির কিট এবং জার্সি এখনো দিল্লি দলের সঙ্গে রয়েছে — এটা এই প্ল্যান করা ফিরে আসার বড় ইঙ্গিত। তবে এই ম্যাচটা নির্ভর করছে নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দলের ক্যাম্পের ওপরও।

 

news