দেশের মাটিতে যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে হইচই, ঠিক তখনই সমান্তরালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নীরবেই নিজের জাদু ছড়াচ্ছেন বাংলাদেশের স্পিন জাদুকর রিশাদ হোসেন। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পথে হেঁটে এবারও ম্যাচ জুড়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে দলকে এগিয়ে রাখতে বড় ভূমিকা পালন করছেন তিনি।

প্রায় প্রতিটি ম্যাচেই তিনি চাপিয়ে দিচ্ছেন অর্থনৈতিক (ইকোনমিক্যাল) বোলিংয়ের গ্যাঁড়াকল। আর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ব্রেক থ্রু ওভার আনার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের কাছেও তিনি এখন অন্যতম প্রধান ভরসার নাম।

কীভাবে এলো তিন উইকেট?
পার্থ স্কর্চার্সের বিপক্ষে এই ম্যাচে পাওয়ারপ্লের পঞ্চম ওভারেই বোলিং শুরু করেন রিশাদ। প্রথম ওভারে ৯ রান দিলেও কোন উইকেট পাননি। তবে ধৈর্য্যের ফল মিলল তার পরের ওভারেই। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই সফলতা পান। তার বলটিকে কাভার ড্রাইভ করে উড়িয়েছিলেন পার্থ স্কর্চার্সের ব্যাটসম্যান কুপার কনোলি। কিন্তু বলটি সীমানা পার করতে পারেননি তিনি এবং সহজ ক্যাচ ধরেন ফিল্ডার ক্রিস জর্ডান। ওই ওভারে মোট ১০ রান দিয়ে ১ উইকেট নেন রিশাদ।

শুরুতে একটু রান খরচ হলেও পরে তিনি বেশ কিপ্টে হয়ে ওঠেন। ম্যাচের শেষ প্রান্তে তার বোলিং আরও কার্যকর হয়। শেষ দুটি ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিনি আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। সব মিলিয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই বাংলাদেশি লেগস্পিনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে পার্থ স্কর্চার্সের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৩ রান। রিশাদের এই অসাধারণ বোলিং পারফরম্যান্স দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করছে। হারিকেন্স ক্যাম্পে তার এই অবদান নিয়ে এখন খুশির হাওয়া।

 

news