এইচএসসিতে পাসের তুলনায় আসন সংখ্যা বেশি: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের তুলনায় এবার আসন সংখ্যা অনেক বেশি আছে বলে এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুইদিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা এসএসসি পাস করেন, তারা পেশাগত যে শিক্ষা কেউ কেউ চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে এবং আইনে ভর্তি হন। অনেকে আছেন বিশ্ববিদ্যালয় যান উচ্চশিক্ষা অর্জন করতে। আবার কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। সারাদেশে আমাদের ২২৫৭টি কলেজ আছে। ফলে আসন সংখ্যা নিয়ে সমস্যা হবে না।

মন্ত্রী বলেন, আমরা যা কিছুই করছি সবই নতুন প্রজন্মের জন্য। বাংলাদেশের যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন তার কন্যা আমাদের দেখাচ্ছেন, সে বাংলাদেশ গড়ার মূল কারিগর হবেন আমাদের নতুন প্রজন্ম। আমাদের কাজ হচ্ছে সব জঞ্জাল সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য একটি মসৃণ পথ তৈরি করে দেওয়া।

এনবিএস/ওডে/সি

news