ঢাকা কলেজে শুরু হল ৮ম ডিসিএসসি বিজ্ঞান মেলা ২০২৩

ঢাকা কলেজে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৮ম ডিসিএসসি বিজ্ঞান মেলা ২০২৩। ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘আধুনিকীকরণে অভিযোজন’ শ্লোগান নিয়ে ১৪-১৬ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান উৎসব। ঢাকাসহ সারাদেশের প্রায় ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রজেক্ট তৈরি ও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, আইটি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড ও রসায়ন অলিম্পিয়াডসহ বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই উৎসবকে কেন্দ্র করে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডে। টানানো হয়েছে সামিয়ানা। একই সঙ্গে বিষয় ও বিভাগভিত্তিক স্টল করা হয়েছে। ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু।

ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক অধ্যাপক শরীফা সুলতানা বলেন, উৎসবে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের নিয়ে প্রজেক্ট প্রদর্শনী, ওয়াল ম্যাগাজিন তৈরি ও প্রদর্শনী, রুবিকস কিউব, আইটি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, টিম ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, ওয়ার্ল্ড কাপ কুইজ সহ বিভিন্ন ধরনের চমৎকার আয়োজন করা হয়েছে। এমন কার্যক্রমের মধ্য দিয়ে আগামী দিনের কর্ণধার শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে। এই আয়োজন বিজ্ঞানমনস্ক জাতি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রাহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

এনবিএস/ওডে/সি

news