কিয়েভের অবস্থানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সুযোগ নেই: ল্যাভরভ

কিয়েভের একপেশী মনোভাব এই শান্তি আলোচনার পথকে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার চ্যানেল ওয়ান টেলিভিশনের ‘বলশায়া ইগরা (দি গ্রেট টাইম)’ অনুষ্ঠানে অংশ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আময়া কখনই আলোচনার পথ থেকে পিছু হটিনি। তাদের কাছে আলোচনার প্রস্তাবও রেখেছি । সেই পথ যেন অনেকটাই তাদের লাগামহিন বক্তব্যের মধ্য দিয়ে রুদ্ধতার দিকে যাচ্ছে।  

তিনি আরও বলেন, কেউ কি পড়ে দেখেছিলেন সেপ্টেম্বরে সব রকমের আলোচনাকে নিষিদ্ধ করে জেলেনস্কির আদেশ জারির কথা ? সর্বোচ্চ পর্যায়ের কূটনীতিকরাও হতাশা হয়েছিলেন যখন কিনা পুতিনের দেওয়া আলোচনার প্রস্তাব নাকচ করেছিলেন।

সম্প্রতি সিআইএ পরিচালক বার্নসের সঙ্গে কয়েক দফা আলোচনার সময় তিনি বলেছেন পুতিনের সঙ্গে কোনো আলোচনা নয়। এমন মন্তব্য যথেষ্ট বিব্রতকর বলে উল্লেখ করেছেন ল্যাভরভ। এখন জেলেনস্কিকেই ইউক্রেনের ভবিষ্যত নির্ধারণ করতে হবে।

এনবিএস/ওডে/সি

news