‘শস্য চুক্তি নবায়ন’ আলোচনায় অংশ নেয়নি রাশিয়া

গত বছর কৃষ্ণ সাগর দিয়ে শস্য পরিবহনের ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও এই চুক্তির মেয়াদ প্রায় শেষের দিকে। এরই মধ্যে এটি নিয়ে আলোচনা শুরু করেছে ইউক্রেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আলোচনায় অংশ নেয়নি রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তাছাড়া এ সংক্রান্ত কোনো আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধিও অংশ নেই। তিনি বলেন, শস্য চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আগামী ১৩ মার্চ জেনেভায় রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধি দল আলোচনা করবে।

সম্প্রতি ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তিটি নবায়ন করতে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। গত বছরের জুন মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়। এর মেয়াদ শেষ হবে আগামী ১৮ মার্চ।

এনবিএস/ওডে/সি

news