অধিকৃত ইউক্রেন সফর করলেন পুতিন
মঙ্গলবার সকাল থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্বাঞ্চলীয় ইউক্রেনের সামরিক সদর দপ্তর থেকে এই সফর শুরু করেন। সেখানে তিনি একটি দক্ষ বিমান বাহিনীর দায়িত্বে থাকা জেনারেলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই জেনারেল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে ক্রেমলিন সূত্রে জানানো হয়। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা থেকেও একই কথা বলা হয়েছে।
তিনি দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ডেও যান এবং সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার ক্রেমলিন সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় তিনি লুহানস্কের আঞ্চলিক সেনা সদরদপ্তরও সফর করেন।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দোনেস্ক ও লুহানস্ক সফর নিয়ে ক্রেমলিন থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিওটি রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনেও সম্প্রচার হয়েছে। তাতে দেখা যায়, তিনি হেলিকপ্টার যোগে দোনেস্কের সেনা কমান্ড ও লুহানস্কের রাশিয়ান ন্যাশনাল গার্ড কমান্ডের কাছে যাচ্ছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সফরের সময় প্রেসিডেন্ট পুতিনের পরণে ছিল ‘হেভী ব্লু জ্যাকেট’। তার আগে রোববার তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে বৈঠক করেন।
রুশ নেতা বিমান বাহিনী ও ‘ডিনাইপার’ আর্মি গ্রুপের কমান্ডার ও বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে খেরসন ও ঝাপরিজজিয়া পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হয়েছে।
পুতিন কমান্ডারদের বলেছেন, ‘পরিস্থিতি উন্নয়নের ব্যাপারে আপনাদের মতামত শোনা এবং তথ্য বিনিময় করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ বৈঠকের সময় পুতিনের ডান পাশে বসে ছিলেন কর্নেল-জেনারেল মিখাইল টেপলিনস্কি এবং বাম পাশে বসে ছিলেন কর্নেল-জেনারেল ওলেগ মাকারেভিচ।
এনবিএস/ওডে/সি