গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত ফিলিস্তিন-ইসরায়েল
সশস্ত্র ফিলিস্তিনী গ্রুপগুলো ও ইসরায়েলের বাহিনী অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন দু’জন ফিলিস্তিনী কর্মকর্তা। ইসরায়েলের কারাগারে প্রায় তিন মাস ধরে কারাগারে অনশণ ধর্মঘট পালনের পর ইসলামি জিহাদ দলের বিশিষ্ট সদস্য খাদের আদনান মঙ্গলবার মারা যান। তার মৃত্যুতে বিক্ষুব্ধ ফিলিস্তিনীরা অবরুদ্ধ গাজা উপত্যাকা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেন। এরপর ইসরায়েল গাজায় বিমান হামলা চালায়।
এর আগে মঙ্গলবার (২ মে) রাতে ইসরায়েলি বিমান হামলার প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গাজা উপত্যাকা। মঙ্গলবার দিনে বেলায় গাজার বিভিন্ন জায়গায় কামান হামলা নিক্ষেপ করে ইসরায়েল। এরপর রাতের বেলা ঘটে বিমান হামলা চালায়।
মিসর, কাতার ও জাতিসংঘের মধ্যস্থতায় স্থানীয় সময় রাত সাড়ে ৩টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। উভয়পক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
হামাস আজ বুধবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জন্য তারা মিসর, কাতার ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তারাও সামিল হয়েছিলেন।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, অন্তত ৩০টি রকেট গাজা থেকে ছোড়া হয়েছে। এর মধ্যে দু’টি রকেট গাজার ঠিক পূবে ইসরায়েলের ছোট শহর সদেরাতে পড়ে। বিস্ফোরিত রকেটের ধারালো ধাতবের আঘাতে সেখানে তিন জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ জন সংখ্যা অধ্যুষিত ক্ষুদ্র ছিটমহল গাজার কয়েকটি স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। গাজা হচ্ছে বিশ্বের সবচাইতে ঘণবসতিপূর্ণ একটি এলাকা। আদনানের মৃত্যুতে পশ্চিম তীরের হেবরনে ধর্মঘট পালিত হয় গত মঙ্গলবার।
আদনান গত ৮ বছরে তথাকথিত ‘প্রশাসনিক গ্রেপ্তারের’ আওতায় ১২ বার আটক ও কারারুদ্ধ হন। বিনাবিচারে আটক এসব বন্দির আটকের মেয়াদ ৬ মাস পর পর বাড়ানো হয়। বিনা বিচারে আটকের প্রতিবাদে আদনান অন্তত ৩ বার আনশন ধর্মঘট পালন করেন। ইসরায়েলি অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে গত ফেব্রুয়ারি থেকে আদনান আমরণ অনশন শুরু করেন। দীর্ঘ ৮৭ দিন অনশন করার পর মৃত্যু হয় তার আদনানের আইনজীবী ও একজন ডাক্তার সম্প্রতি তার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বলেন যে, ইসরায়েলি কর্তৃপক্ষ তার চিকিৎসা পরিচর্যা বন্ধ রেখেছিল। তারা বলেন, আমরা তাকে অসামরিক হাসপাতালে চিকিৎসা করানোর দাবি জানিয়েছিলা কিন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে।
এনবিএস/ওডে/সি


