৪৫তম ‘ইউরোপিয়ান এ্যাসে প্রাইজ’ পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

তার লেখা ‘আজাদি: ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন’ বইটি ইংরেজী থেকে ফরাসী ভাষায় অনূদিত হয়েছে। তার শিরোপা দেওয়া হয়েছে ‘আজাদি: লিবার্টে, ফ্যাসিসমে, ফিকশন।’ পুরস্কার হিসেবে তিনি নগদে পেয়েছেন সিএইচএফ ২০ হাজার। ভারতীয় অর্থে এর পরিমাণ ১৮ লাখ রুপি।

প্রিক্স-ইউরোপিন ডি আই-এসাই বলেছে, রায় প্রবন্ধগুলোকে যুদ্ধের আঙ্গি, ফ্যাসিজমকে বিশ্লেষণ এবং কি হতে পারে, সেভাবেই কাঠামো তৈরি করেছেন।’ রায়ের রাজনৈতিক অঙ্গীকারের বিষয়টিও উল্লেখ করেছেন বিচারকরা। আজাদীতে তিনি ভাষার সমস্যা, সাধারণ মানুষ, ব্যক্তিগত সংকট, বর্তমান সময়ের কথাসাহিত্য এবং বিকল্প কল্পনার ভূমিকা নিয়ে কাজ করেছেন।

বিচারকমণ্ডলী একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘অরুন্ধতী রায় প্রবন্ধকে হাতিয়ার করে লড়েছেন। আজকের জীবনে অন্যতম বড় সমস্যা ফ্যাসিজমের স্বরূপ উদ্ঘাটন করেছেন নানা স্তরে। বহু মানুষের কাছে তার প্রবন্ধগুলি আশ্রয়ের মতো।’

 গত জুন মাসে পুরস্কার প্রাপক হিসেবে অরুন্ধতীর নাম ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার সুইজারল্যান্ডের লোজানে ছিল সেই অনুষ্ঠান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news