যুক্তরাজ্যের নতুন লেবার সরকারের ওপর চাপ বাড়ছে ফিলিস্তিনকে অবিলম্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। ব্রিটিশ পার্লামেন্টের ৬০ জন লেবার এমপি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই আহ্বান জানান। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে 'জাতিগত নির্মূল' হিসেবে অভিহিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, 'লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট'-এর উদ্যোগে এই চিঠিতে সই করেছেন মধ্যপন্থী ও বামপন্থী লেবার পার্টির এমপিরা। চিঠিটি গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে এমপিরা দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলের কথিত 'মানবিক শহর' গঠনের পরিকল্পনার কড়া সমালোচনা করেন। তারা বলেন, এই পরিকল্পনা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোরপূর্বক স্থানান্তরের শামিল এবং এর মাধ্যমে ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা চলছে। এমপিরা একে সরাসরি জাতিগত নির্মূল বলে উল্লেখ করেছেন।

এছাড়া, তারা ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন UNRWA-র জন্য বরাদ্দকৃত তহবিল পুনর্বহালের, জিম্মি মুক্তিতে সহায়তার এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের।

চিঠিতে আরও বলা হয়েছে, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে আমরা নিজেদের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের নীতিকে দুর্বল করছি।”

উল্লেখ্য, নতুন লেবার সরকার এখনো ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে আনুষ্ঠানিক অবস্থান পরিবর্তন করেনি। তবে এমপিদের এই চাপ ভবিষ্যৎ নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

news