মাঝ আকাশে এবার বিপাকে ইন্ডিগোর বিমান, করাচিতে নামতে হল যাত্রীদের
ফের মাঝ আকাশে বিপত্তি! যান্ত্রিক ত্রুটির কারণে বিমানকে জরুরি অবতরণ (Emergency Landing) করাতে বাধ্য হলেন পাইলট। রবিবার শারজা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর একটি বিমানে মাঝ আকাশে হঠাৎই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। ফলে করাচিতে (Karachi) জরুরি অবতরণ করাতে হয় ওই বিমানকে।
গত দু’সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার একই ঘটনা ঘটল। যান্ত্রিক ত্রুটির কারণে করাচির মাটিতে নামাতে হল বিমান। জানা গেছে, এদিন সকালে ইন্ডিগোর ৬ই-১৪০৬ আরব দেশের শারজাহ বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল।
যখন বিমানটি পাকিস্তানের ওপর দিয়ে আসছিল, তখন হঠাৎই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন পাইলট করাচি বিমান বন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেই সবুজ সঙ্কেত মিলতেই করাচি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যাত্রীরা সুরক্ষিত আছেন।
পাকিস্তান থেকে যাত্রীদের দেশে ফেরাতে ইন্ডিগোর (IndiGo Flight) একটি বিমান গেছে করাচিতে। সেই বিমানে করেই হায়দারাবাদে আনা হবে বোরিং ৬ই-১৪০৬ এর যাত্রীদের। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের একটি বিমানকে একই কারণে করাচিতে নামাতে হয়েছিল।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

