কে এই তরুণী? ফ্যাশন ডেস্টিনেশন বানালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনকে

 জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আর সেই নিয়ে বিক্ষোভ, আন্দোলনে উত্তাল দেশ (srilanka)। পালিয়ে গেছেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। তাঁর সরকরি বাসভবনে ঢুকে পড়েছে প্রতিবাদী জনতা। কেউ গড়াগড়ি খাচ্ছেন বিছানায়, কেউ ফুর্তিতে ঝাঁপ দিচ্ছে সুইমিং পুলের টলটলে নীল জলে। সব মিলিয়ে চারদিকে লঙ্কাকাণ্ড চলছে শ্রীলঙ্কাজুড়ে। এসবের মধ্যেও নির্বিকার এক তরুণী (Woman)।

পিছনের ডামাডোলে কোনও ভ্রূক্ষেপই নেই তাঁর। নিবিষ্ট মনে সেজেগুজে পোজ দিয়েছেন ক্যামেরায়। নানা ভঙ্গিমায় পেশাদার মডেলদের মতোই ছবি তুলে গেছেন তিনি। অরাজকতার মধ্যেও তাঁর এই ভাবলেশহীন আচরণে বেজায় মজা পেয়েছেন নেটিজেনরা। তবে ক্ষুব্ধও হয়েছেন কেউ কেউ। মোট কথা, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের বিভিন্ন জায়গায় মোট ২৬ খানা ছবি তুলে ইতিমধ্যেই ভাইরাল তিনি।

কিন্তু কে এই তরুণী?
জানা গেছে, তাঁর নাম মাদুহান্সি হাসিনতারা। শ্রীলঙ্কার কাদাওয়াতার বাসিন্দা তিনি। পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ের থেকে গত বছরই স্নাতক হয়েছেন তিনি। গত ১২ জুলাই ফেসবুক প্রোফাইলে রাষ্ট্রপতি ভবনে তোলা নিজের ২৬ টি ছবি পোস্ট করেন মাদুহান্সি। ছবিগুলির লোকেশন হিসাবে ট্যাগে লিখেছেন, ‘কলম্বোয়, রাষ্ট্রপতির বাড়িতে।’ ছবিগুলি কে তুলে দিয়েছেন, তা যদিও জানা যায়নি। সেই ছবিগুলিতে রাষ্ট্রপতি ভবনের বিভিন্ন জায়গায় মিষ্টি হেসে পোজ দিতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও তিনি সোফায় বসে আছেন, কখনও গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। যেন ফ্যাশন ডেস্টিনেশন! কখনও বাইরের লনে, কখনও আবার ওয়াশরুমেও জিন্স-টপে পোজ দিয়েছেন মাদুহান্সি। নজর কেড়েছে তাঁর হাতের উজ্জ্বল হলুদ ব্যাগটিও।

ফেসবুকে শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে যায় ছবিগুলি। ইতিমধ্যেই ২০ হাজারের বেশি লাইক এবং হাজারেরও বেশি কমেন্ট পড়েছে তাঁর পোস্টটিতে। ৮০০০ বারেরও বেশি শেয়ার করা হয়েছে সেটি।

তাঁর ওই পোস্টে একজন বিদ্রুপ করে লিখেছেন, ‘তোমারই শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হওয়া উচিত।’ অন্য একজনের বক্তব্য, ‘শ্রীলঙ্কায় নতুন ঘুরতে যাওয়ার জায়গা পাওয়া গেল।’ তবে অনেকেই মনে করছেন, দেশের এই পরিস্থিতিতে এইভাবে ছবি তুলে আসলে নিজের দেশকেই বিশ্বের সামনে হাসির খোরাক করে তুলছেন মাদুহান্সি।

গত ৭০ বছরে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে শ্র্রীলঙ্কা। খাবার, ওষুধ, জ্বালানির দাম আকাশছোঁয়া। মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে দেশ ছেড়ে মলদ্বীপে পালিয়েছেন রাষ্ট্রপতি গোটাবায়ে রাজাপক্ষে। কেয়ারটেকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করেছেন। তার মধ্যেই এই তরুণীর কাণ্ডে হতবাক নেটদুনিয়া।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news