পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি শ্যাভেজকে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়ায় উত্তর আমেরিকার দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল দক্ষিণ আমেরিকার পেরু। সোমবার (৩ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী হগো দে জেলা এই ঘোষণা দেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
                                                                           
                                                                    
                                    
পররাষ্ট্রমন্ত্রী হগো দে জেলা সাংবাদিকদের বলেন, পেরুর কর্মকর্তারা জেনেছেন – সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর অধীনে দায়িত্ব পালনকারী বেটসি শ্যাভেজ লিমার মেক্সিকান দূতাবাসে পালিয়ে আশ্রয় চেয়েছেন।
দে জেলা বলেন, “এই অপ্রীতিকর কাজের জবাবে এবং মেক্সিকোর বর্তমান-সাবেক প্রেসিডেন্টদের পেরুর অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ বিবেচনায় – পেরু সরকার আজ মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”
সাবেক প্রধানমন্ত্রী শ্যাভেজ ২০২২ সালের শেষে তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর কংগ্রেস ভাঙার চেষ্টার অভিযোগে ফৌজদারি মামলায় পড়েন। কাস্টিলোকে সেই সময় ক্ষমতাচ্যুত করা হয়, এখনো তিনি গ্রেপ্তার।
শ্যাভেজ ২০২৩ সালের জুন থেকে কারাবন্দী ছিলেন। বিচার চলাকালীন গত সেপ্টেম্বরে এক বিচারক তাকে মুক্তি দেন।
                                                                           
                                                                    
                                    
                                
                                
	
                                
                    
                                                                                    