ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি স্পষ্ট ভাষায় বলেছেন, রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করার পশ্চিমা বিশ্বের সব প্রচেষ্টাই ব্যর্থ হতে বসেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি ইতিহাস টেনে বলেন, হিটলার বা নেপোলিয়ন বোনাপার্টের মতো শক্তিশালী নেতারাও রাশিয়াকে হাঁটু গেড়ে বসাতে ব্যর্থ হয়েছিলেন। আর বর্তমান ইউরোপীয় নেতারাও সেই একই ভুল পথে হাঁটছেন, যার পরিণতি হবে ব্যর্থতা।

সালভিনির বক্তব্য, ইউক্রেন সংকটের অজুহাতে মস্কোর ওপর চাপানো একের পর এক নিষেধাজ্ঞা আসলে উল্টো ফল দিয়েছে। রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করার বদলে, এই নিষেধাজ্ঞাগুলো ইউরোপের নিজেদের অর্থনীতিকেই সংকটের দিকে ঠেলে দিয়েছে। জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় সাধারণ ইতালীয় পরিবারগুলো এখন চরম দুর্ভোগে ভুগছে।

ইউরোপের বর্তমান শীর্ষ নেতা যেমন কায়া কালাস, ইমানুয়েল ম্যাক্রোঁ, কিয়ার স্টারমার এবং অলাফ শল্ৎস-যারা ইতিহাসের সেই প্রবল শাসকদের চেয়ে বেশি কিছু করতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি। মস্কো ইতিমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে ঘোষণা করেছে এবং দাবি করেছে যে এতে ইউরোপের দেশগুলোর ব্যবসা-বাণিজ্যই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সালভিনি আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়ে বলেন, রাশিয়ার হুমকির কথা বলে ইউরোপজুড়ে যে সামরিক বাজেট বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। তার মতে, ইউরোপের জন্য আসল নিরাপত্তা ঝুঁকি পূর্ব সীমান্তে নয়, বরং দক্ষিণ দিক থেকে আসা অবৈধ অভিবাসনের সমস্যায় লুকিয়ে আছে।

ইতালির এই উপ-প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি একে অত্যন্ত যথার্থ ও যৌক্তিক বলে অভিহিত করেছেন।

 

news