কোনো আলোচনায় সরকার দেশের স্বার্থ পরিত্যাগ করবে না: ইরানি প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, কোনো আলোচনায় তেহরান সরকার জনগণের স্বার্থ পরিত্যাগ করবে না।

ইরান এবং পাঁচজাতি গোষ্ঠীর মধ্যে যখন পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে ভিয়েনায় মোটামুটি চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে এবং এ নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে তখন প্রেসিডেন্ট রায়িসি তার সরকারের অবস্থান পরিষ্কার করলেন।

গতকাল (রোববার) আন্তর্জাতিক মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রায়সি একথা বলেন। তিনি বলেন, "আমরা কখনো কোনো বৈঠক বা সংলাপে দেশের জনগণের অধিকারের প্রশ্নে ছাড় দেবো না।"


ইরানি প্রেসিডেন্ট সুস্পষ্ট করে বলেন, তার সরকার দেশের জনগণের জীবনযাত্রার সঙ্গে বাইরের কোন কিছুর সম্পর্ক স্থাপন করবে না। জনগণের জীবনমানের বিষয়টি সম্পূর্ণ স্বাধীন থাকবে; কোনকিছুর ওপর তা নির্ভরশীল করা হবে না। দেশ এবং জনগণের সমস্যা সমাধানের ক্ষেত্রে ইরান তার নিজস্ব অধিকার চর্চা করবে।

প্রেসিডেন্টর রায়িসি তার বক্তৃতায় আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে ইরানের জনগণের উপস্থিতি দেশের শক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তিনি বলেন, তার সরকার জনগণের শক্তির ওপরে আস্থাশীল এবং এই শক্তিকে ব্যবহার করে জাতির স্বার্থকে রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং হুমকি সত্ত্বেও তার প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাবে। চলমান যুদ্ধকে তিনি ইচ্ছা শক্তির যুদ্ধ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই যুদ্ধে সর্বশক্তিমান আল্লাহ অবশ্যই ইরানি জাতিকে সাহায্য করবেন।খবর পার্সটুডে  /এনবিএস/ ২০২২/একে

news