পর্যালোচনা শেষ হলেই আমেরিকাকে জবাব দেয়া হবে: ইরান

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে আমেরিকার প্রস্তাবনা পর্যালোচনা শেষ হওয়া মাত্র তেহরান তার জবাব তুলে ধরবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পর বিশেষজ্ঞ দল একটি উপসংহারে পৌঁছালেই আমেরিকাকে জবাব দেয়া হবে।

সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই জবাব তুলে ধরা হবে বলে জানালেও তিনি এজন্য কোনো সময়সীমা ঘোষণা করতে পারেননি। নাসের কানয়ানি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইরান একটি ভালো ও টেকসই চুক্তি সই করতে চায় যেখানে দেশের স্বার্থ সংরক্ষিত থাকবে।  

ইরানের এই মুখপাত্র বলেন, সংলাপের শুরু থেকেই স্পর্শকাতরতার কথা বিবেচনা করে আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমে প্রকাশ না করার ব্যাপারে সব পক্ষ সম্মত হয় এবং তা এখনও অব্যাহত রয়েছে। চুক্তি চূড়ান্ত হলে এর বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করা হবে।

বেশিরভাগ অমীমাংসিত ইস্যুর সমাধান করে ফেলা হয়েছে জানিয়ে কানয়ানি বলেন, এখনও কিছু স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে যার সমাধান করতে হবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সর্বশেষ আলোচনা গত ৪ থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হয়। সেখানে ইউরোপের পক্ষ থেকে একটি চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তাব তুলে ধরা হয়। ওই খসড়া প্রথমে ইরান পর্যালোচনা করে তার জবাব ইউরোপকে জানায় এবং ইউরোপ সেটি আমেরিকার হাতে তুলে দেয়। আমেরিকা ওই প্রস্তাবনা পর্যালোচনা করে যে জবাব ইউরোপের হাতে তুলে দিয়েছিল বর্তমানে ইরান আবার তা পর্যালোচনা করে দেখছে।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news