পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্র ছিল ইউক্রেনের: এপি’র রিপোর্ট

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পোল্যান্ডের ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেটি রাশিয়ার নয় বরং ইউক্রেনের ছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-কে  একথা বলেছেন আমেরিকার অন্তত তিনজন কর্মকর্তা।

আজ এপি এক রিপোর্টে জানিয়েছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর এই কথা জানা গেছে যে, গতকাল রাশিয়ার ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ক্ষেপণাস্ত্র মোকাবেলার চেষ্টা করে এবং ইউক্রেনের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পোল্যান্ডের ভূখণ্ডে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক তিন মার্কিন কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। বিষয়টি নিয়ে তাদের তথ্য দেয়ার এখতিয়ার না থাকায় তারা নাম প্রকাশ করতে চাননি।

এর আগে বার্তা সংস্থা এপি আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে বলেছিল, পোল্যান্ডের ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র পড়েছে সেটি রাশিয়ার। কিন্তু পেন্টাগন এই দাবি সমর্থন করতে অস্বীকার করে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অবস্থান করছেন। সেখানে তিনি ন্যাটোভুক্ত কয়েকটি দেশের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করার পর বলেছেন, এটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হওয়ার সম্ভাবনা নেই। তবে তিনি তদন্ত শেষ হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলেন। জো বাইডেন বলেন, পোল্যান্ড যে তদন্ত করছে তাতে আমেরিকা সর্বাত্মক সহযোগিতা দেবে।

এদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা পীড়াপিড়ি করছেন যে, তার দেশের ভূখণ্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ ঘটনায় চটজলদি রাশিয়াকে অভিযুক্ত করেন।

ইউক্রেনের সামরিক বাহিনীর হাতে এখনো সোভিয়েত নির্মিত এস- ৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news