‘ইউক্রেন থেকে দৃষ্টি সরাতে অন্যান্য ইউরোপীয় দেশে অস্থিতিশীল সৃষ্টির চেষ্টা পুতিনের’

 কসোভের প্রেসিডেন্ট ভিজোসা উসমানি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিন তার দেশ এবং মলদোভা ও জর্জিয়াসহ ইউরোপের দেশগুলোতে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছেন। জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের সময় এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার বর্ষপুর্তির প্রাক্কালে এ যুদ্ধ আরো বিস্তারিত হতে ও অন্যান্য দেশ তা জড়িয়ে পড়তে পারে বলে গভীর উদ্বেগ ও আশংকা প্রকাশ করা হয়েছে। এটি বাস্তবতা যে পুতিন মলদোভা থেকে পশ্চিম বলকানের সব দেশগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।
স্কাই নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার প্রদান করেন কসোভোর প্রেসিডেন্ট উসমানি।

তিনি বলেন, পুতিন পাশ্চাত্যের দৃষ্টি ইউক্রেন অন্যদিকে সরানোর চেষ্টা করছেন। ইইউরোপের অন্যান্য দেশে সংঘাত সৃষ্টির মাধ্যমে তিনি এটি করার চেষ্টা করবেন। সে স্থান হতে পারে মলদোভা, জর্জিয়া বা পশ্চিম বলকান।

তার এ সাক্ষাৎকার প্রদানের সময় মলদোভার রাজধানী চিসিনাউএ রুশপন্থীরা বিক্ষোভ করছিল। মলদোভা সরকার দাবি করেছে যে, রাশিয়া তাদের দেশকে অিিস্থতিশীল করে তোলার চেষ্টা করছে। উসমানি বলেন, রাশিয়া সার্বিয়ার মাধ্যমে কসোভায় এমনটি করার চেষ্টা করছেন।

তিনি রাশিয়া ২০১৪ সালে যে পদ্ধতিতে অস্থিতিশীলতার সৃষ্টি করেছিল সার্বিয়া তার দেশের বিরুদ্ধে ঠিক সেই পন্থা অবলম্বন করছে।

উসমানি বলেন, “তারা ফলস ফ্লাগ অভিযান চালানোর চেষ্টা করছে।”

 এনবিএস/ওডে/সি

news