হত্যার ঘটনাস্থলে টিভি সাংবাদিক ও কিশোরী নিহত, দুইজন আহত  

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘন্টাখানেক আগে যে বন্দুকধারী হামলা চালিয়ে এক মহিলাকে হত্যা করেছে সেই ব্যক্তিই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এসময় মেয়েটির মা গুলির আঘাতে আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।
   
জানা যায়, একইদিন বেলা ১১ টার দিকে ২০ বছর বয়সী এক নারী তার গাড়ীর ভেতরেই বন্দুকধারীর গুলিতে নিহত  হন। আর এই ঘটনাটি পরিবেশনের সময় স্পেক্ট্রাম নিউজ ১৩ এর দুইজন সাংবাদিক গুলিবিদ্ধ হন। একজন মারা যান ও অপর এক সাংবাদিক আহত হন। এসময় নিহত কিশোরির মা আহত হন বলেও জানায় পুলিশ।

সন্দেহজনকহত্যাকারীকে  ব্যক্তিকে গ্রেপ্তারের সময়  তার সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তবে তারা আগে থেকেই হত্যার জন্য টার্গেট ছিল কিনা তা স্পষ্ট নয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

এক সংবাদ সম্মেলনে অরেঞ্জ কাউন্টি শেরিফ জন মিনা বলেন, নিহত সাংবাদিক ঘটনার সময় গাড়ীর ভেতর বা কাছে হয়ত ছিলেন। তবে গাড়ীটিকে দেখে কোনো টেলিভিশন চ্যানেলের বলে মনে হচ্ছিলনা। আনুমানিক স্থানীয় সময় বিকাল ৪ টার দিকে ঘটনাটি ঘটে। গ্রপ্তারকৃত কিথ মোসেস (১৯) সাংবাদিককে হত্যার পর ঘটনাস্থলের নিকটে এক বাসায় হামলা চালিয়ে মা ও মেয়েকে গুলি করে।      মাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্পেক্ট্রাম ১৩ সাংবাদিক নিহত হওয়ার ঘটনা সরাসরি সম্প্রচার করে।

সাংবাদিক  গ্রেগ এঞ্জেল বলেন, আহত অপর সাংবাদিক তদন্ত দল ও সহকর্মীদের সঙ্গে কথা বলতে পেরেছেন। জন মিনা জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা চুরি ও অন্যানা বড় ফৌজদারী অপরাধে সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

তবে নিহত সাংবাদিক, নয় বছরেরে কিশোরী ও তার মার সাথে হয়ে যাওয়া ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র নেই বলে জানায় শেরিফ জন।    

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারী কেরিন জিন পিয়েরে এক  টুইটে লিখেন, আমাদের হৃদয় দিয়ে নিহত সাংবাদিকে পরিবারের সঙ্গে আছি। আমরা অন্যান্য আহত ও পুরো স্পেক্ট্রাম ১৩ এর সংবাদ কর্মীদের সঙ্গেও রয়েছি।

প্রজেক্ট জার্নালিষ্ট এক তথ্যে জানিয়েছে ২০২২ সালে দেশটিতে ৪০ জন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

এনবিএস/ওডে/সি

news