উত্তর কোরিয়ার গোপন পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা, তটস্থ চিন, জাপান


 উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের ‘গোপন পরিকল্পনা’ নিয়ে দক্ষিণ কোরিয়া সতর্কবাণী শুনিয়েছিল কয়েক বছর আগেই। মুখে যাই বলুক, গোপনে পরমাণু অস্ত্রশস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিমের দেশ (North Korea)। সেইসব অস্ত্র তৈরি, তাদের পরীক্ষামূলক নিক্ষেপও হচ্ছে। ফলে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা বহুগুণে বেড়ে গেছে উত্তর কোরিয়ায়। পরিস্থিতি নাকি এমন জায়গায় পৌঁছে গেছে যে ভয়ে তটস্থ চিন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশ।
উত্তর কোরিয়ার (North Korea) যাবতীয় খবরাখবর প্রকাশ্যে আনে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। কিমের দেশে কী হচ্ছে তা দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রেই জানা যায়। এ বার দক্ষিণ কোরিয়ার একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, উত্তর কোরিয়ার পাংগেই-রি পরমাণু গবেষণা কেন্দ্রে এত বেশি পরমাণু অস্ত্রের পরীক্ষা চলছে যে আশপাশের এলাকায় ভূগর্ভস্থ জলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে গেছে। সেইসব তেজস্ক্রিয় পদার্থ জলবাহিত হয়ে ক্ষেতের ফসলেও ঢুকছে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী দেশগুলো দাবি করেছে, প্রায় চোরাপথে উত্তর কোরিয়া থেকে ফসল, আনাজপাতি ও অন্যান্য জিনিসপত্র কাঁটাতার পেরিয়ে চলে আসে। যদি তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয় তাহলে ফসল ও জল মারফৎ তা অন্য দেশেও ছড়িয়ে পড়বে। মারাত্মক প্রাণহানি হবে। 

তাছাড়া উত্তর কোরিয়ার ওই পরমাণু কেন্দ্রের আশপাশে রয়েছে, চিন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো অন্য দেশের কিছু শহরও। পরমাণু পরীক্ষার ফলে আশপাশের অন্য কয়েকটি দেশের বাসিন্দাদের জীবনও এখন ঝুঁকির মুখে।
পাখনার জায়গায় দুটো হাত, সমুদ্রের অতলে হামাগুড়ি দেয়, হেঁটেচলে বেড়ায় এই মাছ
উত্তর কোরিয়া যত বিচ্ছিন্ন হয়েছে, যত নেমেছে নিষেধাজ্ঞার খাঁড়া, ততই নিজের অস্ত্রভাণ্ডারকে সম্বৃদ্ধ করেছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের ধারণা, কিম জং উনের হাতে প্রায় ১২ লক্ষ সেনা আছে। রিজার্ভে রয়েছে ৭৭ লক্ষ সেনা। পাশাপাশি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ক্রমাগত শান দিয়েছে উত্তর কোরিয়া। ক্রমাগত ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে গিয়েছে। এখন পরমাণু অস্ত্র নিয়েও ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চলছে উত্তর কোরিয়ায়। 
প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলিতে পরমাণু হামলা চালানোর লক্ষ্যে আইসিবিএম ‘হোয়াসং-১৪’ তৈরির কাজ শেষ করে ফেলেছে পিয়ংইয়ং। এর মধ্যেই  পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও করেছে উত্তর কোরিয়া।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news